নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর বন্দরবাজার এলাকার একটি হোটেল থেকে নারীসহ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ওই এলাকার লালাবাজারের হোটেল আল জালাল থেকে তাকে আটক করা হয়।
আটক আজমল হোসেন সেলিম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মো. জিয়াউল হক জানিয়েছেন, নারীসহ তাকে আটক করা হয়েছে। তিনি হোটেলের একটি কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলা না হলেও অসামাজিকতার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, স্ত্রী পরিচয় দিয়ে এক নারীকে সঙ্গে নিয়ে রুম ভাড়া নেন সেলিম। চিকিৎসার জন্য সিলেটে এসেছেন বলে জানান।’