আবার ফখরুল-রিজভীর বিরোধ প্রকাশ্যে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে তিনটি সংবাদ সম্মেলন করতে বাধা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলন করার জন্য সাংবাদিকদের টেলিফোন করা হয়েছিল। তাদের কেউ কেউ এসেছিলেন কিন্তু শেষ পর্যন্ত রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলন করতে পারেননি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন না করার জন্য নির্দেশ দিয়েছেন। সংবাদ সম্মেলন না করে বরং বিভিন্ন ধরনের কর্মসূচিতে যোগদান এবং সেখানে বক্তব্য দেওয়ার পরামর্শ দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিবকে। আর এ নিয়ে দুই নেতার মধ্যে এখন প্রকাশ্যে বিরোধ দেখা দিয়েছে।

উল্লেখ্য, রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্টাইলে প্রতিদিন সাংবাদিকদেরকে বিএনপি কার্যালয়ে ডাকতেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলতেন এবং সরকারের সমালোচনা করতেন। কিন্তু গত তিনটি বিষয় তিনি সংবাদ সম্মেলন করতে চাইলেও শেষ পর্যন্ত করতে পারেননি।

গত মঙ্গলবার (২৮ মে’) রুহুল কবির রিজভী তারেক জিয়ার ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন যে, তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনাই তার একমাত্র কাজ। এর প্রতিবাদ এবং সমালোচনা করে তিনি একটি সংবাদ সম্মেলন করার উদ্যোগ নিয়েছিলেন। এসময় তাকে ফোন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই বিষয়বস্তুটি নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে কথা বলা ছাড়া সংবাদ সম্মেলন করা উচিত হবে না। এটি হিতে বিপরীত হবে। এখন এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন না করার জন্য তিনি অনুরোধ করেন। কিন্তু রুহুল কবির রিজভী এতে ক্ষুব্ধ হন। তিনি বলেন, আমি কী করব না করব সেটা কী আপনাকে বলতে হবে? রুহুল কবির এই ঔদ্ধত্যের জবাব শান্ত ভাবে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিষয়টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তার অনুমতি ছাড়া এই বিষয় নিয়ে কোন কিছু বলা সমীচিন হবে না।

এরপর গত বুধবার (২৯ মে’) বিএনপির কর্মসূচি নিয়ে অর্থাৎ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি নিয়ে তিনি একটি সংবাদ সম্মেলন করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ ধরণের সংবাদ সম্মেলন আমি করবো এবং শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত হয়ে বিএনপির অবস্থান এবং সামনের দিনগুলোতে তাদের বড় কর্মসূচি, তাদের ভাবনা গুলো তুলে ধরেন। এই সময়ে রুহুল কবির রিজভী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হননি।

আর তৃতীয়বার বাধাপ্রাপ্ত হয়েছেন রুহুল কবির রিজভী গতকাল। গতকাল তিনি উপজেলা নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। উপজেলা নির্বাচনে যে ভোট কারচুপি এবং ভোটার উপস্থিতি না থাকা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব না দেওয়ার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে অনুরোধ করেন। তিনি বলেন যে, উপজেলা নির্বাচন নিয়ে মানুষের এমনিতেই কোন আগ্রহ নেই। কাজেই এই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করার কোন মানে হয় না। বরং অর্থপাচার বা অন্যান্য ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন তিনি করতে পারেন। তাছাড়া এই ধরনের সংবাদ সম্মেলনের প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রুহুল কবির রিজভীকে বলেন বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, মানববন্ধন ইত্যাদি কর্মসূচিতে গিয়ে বক্তব্য রাখা অনেক ভালো। ঘরে বসে সংবাদ সম্মেলন করে কোন লাভ নেই। কিন্তু রুহুল কবির রিজভী এই বক্তব্যে খুশি হননি তিনি তার কর্মীদেরকে বলেছেন যে, প্রতিবাদের ভাষা দলের ভেতরে বন্ধ হয়ে যাচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঐতিহ্যবাহী মোহনপুর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা 

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন (১৯৯৪ সালে গঠিত) ঐতিহ্যবাহী মোহনপুর প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি দৈনিক আমাদের

বদলে যাচ্ছে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নাম

সিরাজগঞ্জ প্রতিনিধি: রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম বলেছেন, ইতোমধ্যে যমুনা নদীর ওপর নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নাম বাতিল করে গেজেট প্রকাশ করা

স্বস্তির ঈদযাত্রায় মহাসড়কে মোটরসাইকেলের দীর্ঘ সারি

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: যমুনা সেতু-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে গাড়ি। তবে মহাসড়কে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল অনেক বেশি

দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর টহল বিমান বিধ্বস্ত, চারজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর একটি সামুদ্রিক টহল বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে চারজন আরোহী ছিলেন। দক্ষিণ

স্বামীকে ফাঁসাতে তার ঘরে ইয়াবা রাখেন স্ত্রী, অতপর….

নিজস্ব প্রতিবেদক: পরকীয়া প্রেমে জড়িয়েছে-বিয়ের পর একে অপরের কিরুদ্ধে এমন অভিযোগে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এমন পরিস্থিতিতে স্বামীকে ‘চরম শিক্ষা’ দিয়ে

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল প্রশ্নে রায় কাল 

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বেশকিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা পৃথক রুলের ওপর মঙ্গলবার হাইকোর্টে রায় ঘোষণা করা হবে। বিচারপতি