শফিকুল ইসলামঃ সিরাজগঞ্জ তাড়াশে হিন্দু সম্প্রদায়ের সাথে উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার তাড়াশ দলিল লেখক সমিতি কার্যালয়ের মাঠে উপজেলার সকল হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স.ম আফসার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, এই দেশ আমার আপনার সবার। আমরা সবাই জন্মগতভাবে এই দেশের নাগরিক। এখানে সবার সমান অধিকার। হিন্দু মনে করে নিজেকে গুটিয়ে রাখবেন না। আপনারা নির্ভয়ে জীবনযাপন করুন। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, এছাড়াও সন্মানিত অতিথির বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মানিক সাহা। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা কৃষক দলের সভাপতি ও উপজেলা সনাতন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র ঘোষ, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত কুমার ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আশুতোষ সান্যাল, উপজেলা যুবদলের আহ্ববায়ক এফ.এম শাহ আলম, সিনিয়র যুগ্ন আহ্বায়ক রাজিব আহমেদ মাসুম, যুগ্ন আহ্বায়ক শুকুর মির্জা,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির, সদস্য সচিব শাহাদাত হোসেন।
শাহজাদপুরে পিপিভি নারীকে চাকরিতে পূর্ণবহালের দাবীতে মানববন্ধন ও সমাবেশ
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবায় নিয়োজিত ৭০ পিপিভি ( পেইড পেয়ার ভলেন্টিয়ার’) নারী তাদের চাকুরি পূর্ণবহালের দাবীতে রবিবার