আপনার জানার ও বিনোদনের ঠিকানা

‘আওয়ামী লীগ-বিএনপির সমঝোতার পাঁচ প্রস্তাব আলোচনার টেবিলে’

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন হয়ে গেছে। নির্বাচনের পর আওয়ামী লীগ উজ্জীবিত, বিএনপি হতাশ। আর হতাশ বিএনপি হতাশা কাটানোর জন্য এখন নতুন করে দলকে সংগঠিত করা, নেতাকর্মীদের হতাশা দূর করা এবং দল পুনর্গঠনের বিষয়টি নিয়ে ভাবছে। আর এই লক্ষ্যেই বিএনপির নেতাকর্মীরা মনে করে, প্রকাশ্যে না হলেও অঘোষিতভাবে আওয়ামী লীগের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। অবশ্য পশ্চিমা দেশের কূটনীতিকরাও আওয়ামী লীগের সঙ্গে একটি রাজনৈতিক বোঝাপড়া এবং সমঝোতার পরামর্শ দিয়েছে। এই সমঝোতার মাধ্যমে একটি সহনীয় রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করা এবং গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে পশ্চিমা রাষ্ট্রগুলো বিএনপিকে সুস্পষ্ট বার্তা দিয়েছে।

বিভিন্ন সূত্রগুলো বলছে, প্রধান দুই দলের রাজনৈতিক সমঝোতা দেশের স্থিতিশীলতার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গণতন্ত্রের ধারাবাহিকতা এবং গণতন্ত্রের ত্রুটি বিচ্যুতিগুলো দূর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সমঝোতার ক্ষেত্রে পাঁচটি বিষয় মুখ্য হয়ে উঠেছে।

যে পাঁচটি বিষয় নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমঝোতা হতে পারে তা হল,

১. বিএনপি ৭ জানুয়ারি নির্বাচনকে প্রত্যক্ষ ভাবে মেনে নেবে: নির্বাচন বিরোধী তারা কথাবার্তা বলবে কিন্তু এই নির্বাচন নিয়ে বড় ধরনের কোনো কর্মসূচি বা সরকারকে অগ্রাহ্য করা ইত্যাদি করবে না। বরং তারা সরকারের সাথে দর কষাকষি করবে বিভিন্ন বিষয়ে।

২. বিরোধী দলের নেতাকর্মীদেরকে মুক্তি দেওয়া: বিএনপি সহ বিরোধী দলের যে সমস্ত নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে মুক্ত করা হবে এবং এই সমস্ত নেতাকর্মীদের মামলাগুলো থেকে যেন তারা জামিন পায় সে ব্যাপারে সরকার সহানুভূতিশীল আচরণ করবে। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দের মামলাগুলো এখন আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এগুলো থেকে তারা জামিন পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

৩. আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের বিরুদ্ধে কুৎসা ছড়ানো বন্ধ করা: বিএনপি আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার, মিথ্যাচার এবং কুৎসা ছড়াচ্ছে সেগুলো থেকে সরে আসবে এবং সেগুলো বন্ধ করবে।

৪. শান্তিপূর্ণ কর্মসূচি: বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে এবং অন্যদিকে সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ বাধা দেবে না। ইতোমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যদি শান্তিপূর্ণ কোন আন্দোলনের কর্মসূচি করতে চায় সেই কর্মসূচিতে বাধা দেওয়া হবে না।

৫. জামায়াত এবং সাম্প্রদায়িক শক্তি থেকে দূরে থাকা: বিএনপি যে সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করেছে সেখানে তারা সরে আসবে এবং একটি শান্তিপূর্ণ প্রগতিশীল গণতান্ত্রিক ধারার প্রক্রিয়া গড়ে তুলবে। এ কারণে তারা জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক আবার বন্ধ করবে।’

এই পাঁচটি সমঝোতার বিষয় নিয়ে তারা এখন একটি রাজনৈতিক সমঝোতার দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। কূটনৈতিক মহল এ নিয়ে দেন দরবার করছে এবং দুই পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করছে বলে জানা গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কক্সবাজারে ঝড়ের কবলে বাঁশখালীর ফিশিং বোট: নিখোঁজ ৩ জনের লাশ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

শিব্বির আহমদ রানা বাঁশখালী প্রতিনিধি: গত বুধবার রাতে শেখেরখীল টেক পাড়া ফাঁড়ির মুখ থেকে আবদুল খালেকের মালিকানাধীন আল্লাহ মালিক ফিশিং বোটটি ১৭ জন মাঝিমাল্লা নিয়ে

“এই যেন এক নতুন বাংলাদেশ দেখছি”

একটা সময় ত্রাণের চাল-ডাল চুরি করতো খোদ্ জনপ্রতিনিধি ও সরকারদলীয় লোকজন! আমি একজন সংবাদকর্মী হিসেবে অনেক চোরকে এমনটা করতে দেখেছি, বাঁধা দিয়েছি, উদ্ধার করেছি। এখন

‘ভুয়া খবর প্রকাশের তালিকায় প্রথম আলো’

বাংলা পোর্টাল: দেশের মূলধারার গণমাধ্যমে ২০২৩ সালে ছড়ানো ভুয়া খবর পরিসংখ্যানের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে বুম বাংলাদেশ। প্রতিবেদনে প্রকাশিত খবরের মধ্যে রেকর্ড সংখ্যক ৪৪টি ভুয়া

কোটা আন্দোলন: গ্রেপ্তার-রিমান্ডের তালিকায় বিচারপতির ছেলে

নিজস্ব প্রতিবেদক: কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার-রিমান্ডের তালিকায় রাজনৈতিক নেতাকর্মী, ছাত্রসহ সব শ্রেণীর মানুষ রয়েছেন। সে তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এক বিচারপতির ছেলেও।’

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৩১ মে) পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

রোজ ৫০টি চড়-থাপ্পড়েই বাড়বে নারীদের সৌন্দর্য

ঠিকানা টিভি ডট প্রেস: নিজেকে দেখতে সুন্দর লাগুক সবাই চায়। আমরা প্রত্যেকেই বাড়িতে নানান রকম ক্রিমও ব্যবহার করি যার সাহায্যে আমরা সুন্দর হতে পারি। তবে