নিজস্ব প্রতিবেদক: নির্বাচন হয়ে গেছে। নির্বাচনের পর আওয়ামী লীগ উজ্জীবিত, বিএনপি হতাশ। আর হতাশ বিএনপি হতাশা কাটানোর জন্য এখন নতুন করে দলকে সংগঠিত করা, নেতাকর্মীদের হতাশা দূর করা এবং দল পুনর্গঠনের বিষয়টি নিয়ে ভাবছে। আর এই লক্ষ্যেই বিএনপির নেতাকর্মীরা মনে করে, প্রকাশ্যে না হলেও অঘোষিতভাবে আওয়ামী লীগের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। অবশ্য পশ্চিমা দেশের কূটনীতিকরাও আওয়ামী লীগের সঙ্গে একটি রাজনৈতিক বোঝাপড়া এবং সমঝোতার পরামর্শ দিয়েছে। এই সমঝোতার মাধ্যমে একটি সহনীয় রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করা এবং গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে পশ্চিমা রাষ্ট্রগুলো বিএনপিকে সুস্পষ্ট বার্তা দিয়েছে।
বিভিন্ন সূত্রগুলো বলছে, প্রধান দুই দলের রাজনৈতিক সমঝোতা দেশের স্থিতিশীলতার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গণতন্ত্রের ধারাবাহিকতা এবং গণতন্ত্রের ত্রুটি বিচ্যুতিগুলো দূর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সমঝোতার ক্ষেত্রে পাঁচটি বিষয় মুখ্য হয়ে উঠেছে।
যে পাঁচটি বিষয় নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমঝোতা হতে পারে তা হল,
১. বিএনপি ৭ জানুয়ারি নির্বাচনকে প্রত্যক্ষ ভাবে মেনে নেবে: নির্বাচন বিরোধী তারা কথাবার্তা বলবে কিন্তু এই নির্বাচন নিয়ে বড় ধরনের কোনো কর্মসূচি বা সরকারকে অগ্রাহ্য করা ইত্যাদি করবে না। বরং তারা সরকারের সাথে দর কষাকষি করবে বিভিন্ন বিষয়ে।
২. বিরোধী দলের নেতাকর্মীদেরকে মুক্তি দেওয়া: বিএনপি সহ বিরোধী দলের যে সমস্ত নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে মুক্ত করা হবে এবং এই সমস্ত নেতাকর্মীদের মামলাগুলো থেকে যেন তারা জামিন পায় সে ব্যাপারে সরকার সহানুভূতিশীল আচরণ করবে। বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দের মামলাগুলো এখন আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এগুলো থেকে তারা জামিন পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
৩. আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের বিরুদ্ধে কুৎসা ছড়ানো বন্ধ করা: বিএনপি আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার, মিথ্যাচার এবং কুৎসা ছড়াচ্ছে সেগুলো থেকে সরে আসবে এবং সেগুলো বন্ধ করবে।
৪. শান্তিপূর্ণ কর্মসূচি: বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে এবং অন্যদিকে সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ বাধা দেবে না। ইতোমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যদি শান্তিপূর্ণ কোন আন্দোলনের কর্মসূচি করতে চায় সেই কর্মসূচিতে বাধা দেওয়া হবে না।
৫. জামায়াত এবং সাম্প্রদায়িক শক্তি থেকে দূরে থাকা: বিএনপি যে সাম্প্রদায়িক রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করেছে সেখানে তারা সরে আসবে এবং একটি শান্তিপূর্ণ প্রগতিশীল গণতান্ত্রিক ধারার প্রক্রিয়া গড়ে তুলবে। এ কারণে তারা জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক আবার বন্ধ করবে।’
এই পাঁচটি সমঝোতার বিষয় নিয়ে তারা এখন একটি রাজনৈতিক সমঝোতার দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। কূটনৈতিক মহল এ নিয়ে দেন দরবার করছে এবং দুই পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করছে বলে জানা গেছে।’