আপনার জানার ও বিনোদনের ঠিকানা

অহংকার পরিত্যাগ করুন – মোল্লা নাজিম উদ্দিন

অহংকার হলো রঙিন চশমা, খুলে ফেলুন দেখবেন সৃষ্টির তুলনায় আপনি কত নগন্য।

ইসলামে গর্ব ও অহংকারকে হারাম করা হয়েছে, অহংকারীর পতন অনিবার্য।

আল্লাহ্ সুবহানাহু তা’আলা বলেন,

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِى الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ

‘আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নিয়ো না। আর যমীনে দম্ভভরে চলাফেরা করো না; নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক, অহঙ্কারীকে পছন্দ করেন না।

(সূরা লুকমান, আয়াতঃ ১৮)

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ -رضي الله عنهما- قَالَا: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم : « الْعِزُّ إِزَارُهُ وَالْكِبْرِيَاءُ رِدَاؤُهُ فَمَنْ يُنَازِعُنِي عَذَّبْتُهُ.

আবু সায়িদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজ্জত তার লুঙ্গি ও অহংকার তার চাদর, অতএব যে আমার সাথে টানাহেঁচড়া করবে আমি তাকে শাস্তি দিব। মুসলিম, ইব্‌ন মাজাহ ও আবু দাউদ।

হাদিসটি সহিহ।

আবদুল্লাহ ইবনে মাসউদ (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেছেন, রাসূল ﴾ﷺ﴿ বলেছেন,যার অন্তরে অনু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। একজন বললো, মানুষ এটাই পছন্দ করে যে তার পোশাক সুন্দর হোক, এমনকি তার জুতা জোড়াও সুন্দর হোক (তাহলে তাও কি অহংকার)? উত্তরে নবী ﴾ﷺ﴿ বললেন, আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। আসলে অহংকার হচ্ছে সত্য ও ন্যায়কে উপেক্ষা করা এবং মানুষকে তুচ্ছ করা।

(সহীহ মুসলিমঃ ৯১, তিরমিযীঃ১৯৯৮, আবু দাউদঃ ৪০৯১, আহমাদ৩৭৭৯)

হাদীসটি সহীহ, শায়খ আলবানী।

রসূলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন,

যার অন্তরে সরিষার দানা (অর্থাৎসামান্য তম) পরিমাণও অহংকার আছে, সে (প্রথম পর্যায়েই) জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং যার অন্তরে সরিষার দানা (সামান্যতম) পরিমাণ ঈমান আছে সে জাহান্নামে (স্থায়ীভাবে) প্রবেশ করবে না।

(সহীহ মুসলিম, অনুচ্ছেদ-৪০)

যারা অহংকারী, কেয়ামতের দিন তাদেরকে পিঁপড়ার সমান মানুষকরে উঠানো হবে. . .সমস্তপ্রকার লাঞ্চনা ও গঞ্ছনার মাঝেতারা পড়বে (মানুষ পিষেফেলবে, পায়ে মাড়িয়েদেবে ইত্যাদি)। তাদেরকে জাহান্নামীদের রক্ত ও পূজখাওয়ানো হবে। (তিরমিযীঃ ২০২৫)

তাই আসুন নিজেকে পরিশুদ্ধ করি, অহংকার মুক্ত জিবনে ফিরে গিয়ে মানুষকে আল্লাহর জন্য ভালোবাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই খবরও একই রকমের

শাকিবের সাথে আমার ডিভোর্স এখনো হয়নি : বুবলী

ঢালিউড অভিনেতা শাকিব খানের সঙ্গে এখনো ডিভোর্স হয়নি বলে জানালেন চিত্রনায়িকা শবনম বুবলী। আজ (বুধবার) বেলা ১১টার দিকে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেন

মেয়ে দেখলে আপু ডাকলে বুঝতে হবে চরিত্রে সমস্যা : ইউএনও

কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াছমিনকে ‘আপা’ বলে ডাকায় সম্প্রতি এক ব্যবসায়ীর সাথে রাগান্বিত হয়ে তিনি বলেন, আপা নয়, মা বলে ডাকবেন। এছাড়া তিনি

পর্দার পরিচয় ও বিধানঃ

পর্দা করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ। বিশেষ করে আমাদের দেশে পর্দা শব্দটি বেশি প্রচলিত, অথচ পর্দা শব্দটি উর্দু ভাষায় ব্যবহার হয়ে থাকে, আরবিতে বলা

ভাই হত্যার প্রতিশোধ নিতে রনিকে খুন করেন ইসরাজুল

যশোর শহরতলীর চাচড়া বর্মন শ্মশানে রনি হত্যার ঘটনায় রিমান্ডে থাকা আসামি ইসরাজুল ইসলাম (২৫) জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আইনি নোটিশ নিয়ে কবির বিন সামাদের মন্তব্য

সম্প্রতি ইউটিউবার ঠিকানা টিভি ডট প্রেসের পরিচালক কবির বিন সামাদের ‘‘মাষ্টার মশায়ের ভো দৌড়’’ শিরোনামে কমেডি শর্টফিল্ম ক্রিয়েট করে। যেখানে শব্দ চয়নে বেশ অসংগতি দেখা

বিয়ে করেছেন সংগীতশিল্পী ইমরান

বিয়ে করেছেন নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এ বিষয়টি তিনি নিয়ে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। বিয়ের খবর জানিয়ে ইমরান লেখেন, আলহামদুলিল্লাহ, বিয়ে মানুষের