অসময়ে পদ্মা-যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর বাঘাবাড়ি নৌবন্দরগামী কার্গো-জাহাজ চলাচল ব্যহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: উত্তরাঞ্চলের ১৬ জেলায় রাসায়নিক সার ও জ্বালানী তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টির আশংকা অসময়ে পদ্মা-যমুনার বিভিন্ন অংশে অসংখ্য চর ও ডুবোচর জেগে ওঠায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরগামী রাসায়নিক সার, জ্বালানী তেল ও পণ্যবাহী কার্গো-জাহাজ চলাচল ব্যহত হচ্ছে। ফলে সঠিক সময়ের মধ্যে উত্তরাঞ্জলের ১৬ জেলার ১৪টি বাফার গুদামে আপদকালীন রাসায়নিক সার মজুদ ও জ্বালানী তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টির আশংকা দেখা দিয়েছে।

সোমবার দুপুরে সরেজমিন যমুনা নদীর পাবনার বেড়া উপজেলার নাকালিয়া থেকে কৈটোলা অংশ শ্যালোইঞ্জিন চালিত নৌকা যোগে ঘুওে দেখা যায়, যমুনা নদীর পাবনার বেড়া উপজেলার নাকালিয়া থেকে কৈটোলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল বালুর চর জেগে উছেছে। এছাড়া কৈটোলা এলাকায় প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে ডুবোচর জেগে উঠেছে। ফলে চট্টোগ্রাম থেকে ছেড়ে আসা ওটিসি-পাওয়ার-জিরো নামের একটি কার্গো জাহাজ সাড়ে ৮ লাখ লিটার ডিজেল তেল নিয়ে ওই স্থানে গত ৩দিন ধরে আটকা পড়ে আছে। এ জাহাজটি আটকা পড়ার খবরে আরও ৬/৭টি জ্বালানী তেলবাহী জাহাজ নগরবাড়ি এলাকায় নঙ্গর করে রাখা হয়েছে। কৈটোলা এলাকার ওই স্থানে ড্রেজিং সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের আটকা পড়ে থাকতে হবে। কবে নাগাদ ওখানে ড্রেজিং শেষ হবে তা সঠিক ভাবে জানাতে পারেনি ড্রেজিং কতৃপক্ষ।
এ বিষয়ে আটকা পড়া ওটিসি-পাওয়ার-জিরো কার্গো জাহাজের মাস্টার মো: মীর হোসেন বলেন, গত ৩দিন ধওে কৈটোলা এলাকায় সাড়ে ৮ লাখ লিটার ডিজেল তেল নিয়ে আটকা পড়ে আছি। আমাদেও জাহাজ উদ্ধারে গত ২ দিন ধরে ড্রেজার এসেছে। কিন্তু এখনও তারা সেটিং কাজ শেষ করতে পারেনি। প্রথম দিন সামান্য অংশ ড্রেজিংয়ের পর শুধু পোটপাট করে যাচ্ছে ড্রেজিংয়ের কোনো খবর নেই। ফলে নির্জন এই স্থানে জীবনের ঝুঁকি নিয়ে ডাকাত বা দূর্বৃত্তের হামলার আশংকায় আতংকের মধ্যে রয়েছি। দ্রুত সময়ের মধ্যে আমাদের উদ্ধার করা না হলে যেকোনো বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে এখানে। ফলে অন্য জাহাজগুলি এখানে না এসে তারা নগরবাড়ি এলাকায় নঙ্গও কওে রয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে কৈটোলা এলাকার ডুবোচর অপসারণে ড্রেজিং কর্তৃপক্ষের হনাতক্ষেপ কামনা করেছেন।’

এ বিষয়ে বাংলাদেশ নৌযান ফেডারেশন বাঘাবাড়ি নৌবন্দর শাখার সহ সভাপতি আব্দুল ওয়াহাব মিয়া বলেন, নিয়ম অনুযায়ী যেখানে পানি কম ও ডুবো চর রয়েছে সেখানে বিআইডব্লিইটিএ এর পাইলটরা বয়া ও মার্কা স্থাপন করে জাহাজ চলাচল নির্বিঘ্ন করবেন। কিন্তু পাইলটদের অবহেলার কারণে এই নৌরুটের ওই সব স্থানের কোথাও বয়া ও মার্কা দেওয়া নেই। ফলে জাহাজ চলাচলকালে ডোবচরে আটকা পড়ছে। বর্তমানে নগরবাড়িতে ৭টি ও কৈটোলায় একটি জাহাজ আটকা পড়ে আছে। তিনি দ্রুত সময়ের মধ্যে কৈটোলা এলাকায় ড্রেজিং সম্পন্ন করে এ জাহাজ গুলি বাঘাবাড়ি নৌবন্দরে পৌছানোর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে বাঘাবাড়ি নৌবন্দর লেবার এজেন্ট আবুল হোসেন বলেন, এ নৌরুট দ্রুত সচল করা না হলে আসন্ন ইরি-বোরো মৌসুমে উত্তরাঞ্চলের ১৬ জেলার ১৪টি বাফার গুদামে আপদকালীন সার মজুদ ও জ্বালানী তেল সরবরাহ বিঘ্ন সৃষ্টি হতে পারে। সেই সাথে বাঘাবাড়ি নৌবন্দরে জাহাজ না এলে প্রায় ২ হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। আমরাও আর্থিক ভাবে চরম লোকশানে পড়ে যাবো।

এ বিষয়ে বিপিসির বাঘাবাড়ি ওয়েল ডিপোর ইনচার্জ ও যমুনা ওয়েল কোং এর ব্যবস্থাপক আবুল ফজল মো: সাদেকিন বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোজ খবর নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেবো। তিনি আরও বলেন, বাঘাবাড়িতে ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। ফলে এ ঘটনায় এই মূহুর্তে ডিজেলের ইপরে তেমন কোনো প্রভাব পড়বে না।

এ বিষয়ে জানতে বাঘাবাড়ি নৌবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক আসাদুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।’

১১/১১/২০২৪

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খুলনার যুবককে যশোরে এনে পিটিয়ে হত্যা’

জেমস আব্দুর রহিম রানা: যশোরে ব্যবসার টাকা চুরির অভিযোগ তুলে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বিএনপি নেতা মুল্লুক চাঁদ ও তার ভাই সঞ্জয় চৌধুরী। আজ

রায়গঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে প্রমিজ ডে পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে প্রমিজ ডে উদযাপিত হয়েছে। বরিবার দুপুরে গুড নেইবারস সিরাজগঞ্জ সিডিপি কার্যালয়ে দিবসটি উপলক্ষে শিশুদের মেধা বিকাশে

ঘূর্ণিঝড় রেমাল: তছনছ সুন্দরবনের জীববৈচিত্র্য

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে তছনছ হয়ে গেছে সুন্দরবনের জীববৈচিত্র্য। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে পুরো সুন্দরবন। আর এর ফলে মৃত্যু

অপসারিত হচ্ছেন ইউপি চেয়ারম্যানরাও

ঠিকানা টিভি ডট প্রেস: সারা দেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের অপসারণ করা হবে কিনা, সে বিষয়ে আজ সোমবার (১৯ আগস্ট’) সিদ্ধান্ত গ্রহণ করা হবে। স্থানীয় সরকার

মোবাইল সিমের ভ্যাট ১০০ টাকা বাড়বে

ঠিকানা টিভি ডট প্রেস: মোবাইল ফোনের সিমকার্ডের ওপর বর্তমানে ২০০ টাকা ভ্যাট আছে। আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই হার ১০০ টাকা বা ৫০ শতাংশ বাড়িয়ে

রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ কাজে লাগাতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার: ড.ইউনুস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ কাজে লাগাতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর)।