শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী ইকোপার্কের পাহাড়ি এলাকায় বন বিভাগের সরকারী জায়গায় অবৈধভাবে গড়ে উঠা বসতি ভাঙতে গিয়ে বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারী) দুপুরে পূর্ব-শীলকূপ আদর্শ গ্রাম বাঁশখালী ইকোপার্কের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বনকর্মী বিষু কুমার দাশ (৪৪) ও স্থানীয় ইসমাঈলের স্ত্রীসহ আরো কয়েকজন আহত হয়।
এ ব্যাপারে বাঁশখালী ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাইল হক বলেন, উপকূলীয় গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা এলাকার ইসমাঈল ও মোক্তার নামে দুই ব্যক্তি পলিথিন দিয়ে ঘর করে। আজ মঙ্গলবার দুপুরে থানা পুলিশের উপস্থিতিতে ঘরগুলো ভেঙে দিয়ে চলে আসার পথে কিছু মহিলা আমাদের কর্মীর উপর হামলা করে। এ হামলায় বনকর্মী বিষু কুমার দাশ নামে একজন আহত হয়। তাকে বাঁশখালী হাসপাতালে চিকিৎসা শেষে স্থায়ীভাবে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
পাহাড়ি এলাকায় সরকারী জায়গায় বাড়ি ঘর তৈরি করার জন্য বন কর্মকর্তাদের টাকা দেওয়া হয়েছে বলে ইসমাঈলের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, কেউ যদি টাকা নিয়ে থাকে তাহলে আবার বাড়ি ভাঙবে কেন? বাড়ি ভেঙে দেওয়া হয়েছে তাই এ অভিযোগ করা হচ্ছে বলে তিনি জানান। আজকের ঘটনায় যারা বনকর্মীদের উপর হামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’