
কামারখন্দ,(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জে কামারখন্দে ফুলজোড় নদী খনন প্রকল্পে অবৈধ ড্রেজার বসিয়ে নদী খনন করায় ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মী তানভীর হাসানকে (২২) জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুমা খাতুন। দন্ডপ্রাপ্ত তানভীর সদর উপজেলার রহমতগঞ্জ এলাকার আনোয়ারুল হাসানের ছেলে। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমা খাতুন জানান, ফুলজোড় নদী খনন প্রকল্পে অবৈধ ড্রেজার বসিয়ে নদী খনন করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে ফুলজোড় নদীর ঝাটিবেলাই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ ড্রেজার বসিয়ে নদী খনন করায় ঠিকাদারী প্রতিষ্ঠান আয়ান কনস্ট্রাকশনের কর্মী তানভীর হাসানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।