নিজস্ব প্রতিবেদক: ছাত্রদল নেতা হবিগঞ্জের মাধবপুরে মীর্জা এসএম ইকরাম (৪২) প্রতিজ্ঞা করেছিলেন আওয়ামী লীগ সরকারের পতন না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না। অবশেষে সরকার পতনের পর শুক্রবার (১৬ আগস্ট) পারিবারিক পছন্দে বিয়ের করেছেন তিনি।
পাত্রী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামের আলী আকবরের মেয়ে শামীমা আক্তার। এর আগে অনেক বিয়ের প্রস্তাব আসলেও বিয়ে করতে রাজি হননি ইকরামুল।
জানা যায়, হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের আরিছপুর গ্রামের মির্জা নাজির আলীর ছেলে মীর্জা এসএম ইকরাম ৪ ভাই-বোনের মধ্যে সবার বড়। ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত মাধবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেন মীর্জা ইকরাম। সর্বশেষ তিনি হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। ওয়ান ইলেভেনের সময় দীর্ঘদিন কারাগারে আটক ছিলেন ইকরাম।
মীর্জা ইকরামের মা আমিরন ফাতেমা জানান, ছেলে জেদ ধরেছিল হাসিনার পতন না হওয়া পর্যন্ত বিয়ে করবে না। সে তার কথা রেখেছে। আমি ছেলেকে নিয়ে গর্বিত।
ইকরাম বলেন, প্রতিজ্ঞা পালন করতে গিয়ে দেরিতে হলেও বিয়ে করেছি। আমি সবার কাছে দোয়া চাই।’