অফিস সহকারীর পাঁচ কোটি টাকার সম্পদের পাহাড়! দুর্নীতির অভিযোগ দুদকে 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচ কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মোহাম্মদ আব্দুস সোবাহানের প্রত্যক্ষ সহযোগিতায় অফিস সহকারী (ক্যাশিয়ার) মো. ফরিদ খান ওই পাঁচ কোটি টাকার দুর্নীতি করেছেন। এ বিষয়ে ভূঞাপুর ও টাঙ্গাইলের চার ব্যক্তি দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

দুর্নীতিদমন কমিশনের প্রধান কার্যালয়ে দায়েরকৃত অভিযোগকারীরা হচ্ছেন, ভূঞাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমীর হামজা তালুকদারের ছেলে মো. শামীম হোসেন তালুকদার, টাঙ্গাইল সদর উপজেলার ইব্রাহীম শেখের ছেলে মো. তুহীন শেখ, টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার মো. আনোয়ার হোসেনের স্ত্রী মোছা. জাহানারা বেগম প্রমুখ।

অভিযোগ সূত্রে জানা যায়, ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবাহান ও একই পদের তৎপূর্ববর্তী কর্মকর্তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী (হাসপাতালের ক্যাশিয়ার হিসেবে পরিচিত) মো. ফরিদ খান নানা সীমাহীন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভুত প্রায় পাঁচ কোটি টাকার মালিক বনে গেছেন।

অভিযোগে প্রকাশ, ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী (ক্যাশিয়ার) মো. ফরিদ খানের মাসিক বেতন ২৬ হাজার ৫৯০ টাকা। অনিয়ম-দুর্নীতি করে তিনি প্রায় পাঁচ কোটি টাকার মালিক হয়েছেন। অফিস সহকারী হয়েও তিনি নিজেকে হাসপাতালের ক্যাশিয়ার হিসেবে পরিচয় দিয়ে থাকেন। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার যোগসাজসে তিনি চিকিৎসকদের আবাসন বরাদ্দ থেকে কমিশন, রেপুটেশনে থাকা কর্মকর্তা-কর্মচারীদের বেতন উত্তোলনে উৎকোচ গ্রহণ, রোগীদের খাবার, মেডিকেল পরীক্ষা ও টেন্ডার থেকে কমিশন নিয়ে থাকেন।

এছাড়া হাসপাতালের নিয়োগ বাণিজ্য ও হাসপাতালের মসজিদে অনুদানের টাকাও আত্মসাত করেছেন। এসব অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে তিনি প্রায় পাঁচ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভুত উপার্জিত টাকা দিয়ে নিজের ও স্ত্রী এবং নিকটাত্মীয়দের নামে স্থাবর-অস্থাবর সম্পদ গড়েছেন।

অবৈধ উপার্জনে দৃশ্যমান স্থাবর সম্পদের মধ্যে রয়েছে, ভূঞাপুরের ঘাটান্দির মডার্ণ টাওয়ারে একটি ফ্ল্যাট, ভূঞাপুর শহরের টাইমস প্যালেসে ৪৫ লাখ টাকা প্রাথমিক বিনিয়োগে একটি ফ্ল্যাট। টাঙ্গাইল শহরের সাবালিয়ায় স্বপ্নচূড়ায় দুইটি ফ্ল্যাট, একই শহরের বটতলায় সুন্দরবন টাওয়ারে একটি ফ্ল্যাট- এখানে প্রাথমিক বিনিয়োগ ৬০ লাখ টাকা। ভূঞাপুরের ফসলকান্দিতে ৫ শতাংশ ভূমি এবং নিকরাইলে ৫০ লাখের বেশি টাকায় ৩ শতাংশ ভূমি ক্রয় করেছেন। রাজধানীর উত্তরা মডেল টাউনের ১৩ নম্বর সেক্টরে শ্বশুরবাড়ির আত্মীয়ের নামে এক কোটি ২০ লাখ টাকায় অভিজাত ফ্ল্যাট কিনেছেন। এক কোটি ৭০ লাখ টাকা মূল্যে এলাকায় স্ত্রীর নামে স্থাবর সম্পত্তি (জমি) কিনেছেন। বিভিন্ন ব্যাংকের শাখায় অফিস সহকারী মো. ফরিদ খান নিজের ও তার স্ত্রীর নামে নগদ ৫৫ লাখ টাকা জমা রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত অফিস সহকারী মো. ফরিদ খানের সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে সরেজমিনে হাসপাতালে উপস্থিত হলে তিনি পরিচয় জানতে পেরে অফিস থেকে চলে যান।

অভিযোগ দাখিলকারীদের পক্ষে মোছা. জাহানারা বেগম জানান, তারা জেনে-শুনে-বুঝে সামাজিক দায়িত্ব হিসেবে অপকর্মের প্রতিকার পেতে গত ২৪ এপ্রিল প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে দুদকে অভিযোগ দাখিল করেছেন। একজন অফিস সহকারী কীভাবে পাঁচ কোটি টাকার মালিক হন, জনগনের তা জানার অধিকার আছে। উল্লেখিত বিষয়াদি সরেজমিনে তদন্ত করে দুদক আইনানুগ ব্যবস্থা নেবে এটাই তারা আশা করেন।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (টিএইচও) ডা. মোহাম্মদ আব্দুস সোবাহান জানান, তাঁর মনে হয়না মো. ফরিদ খান কোনো অনিয়ম-দুর্নীতি করেছেন। তবে এ বিষয়ে তদন্ত কমিটি কাজ করছে- কমিটির রিপোর্ট পেলে সবই জানা যাবে।

এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু জানান, তিনি ছুটিতে রয়েছেন এবং ঢাকায় অবস্থান করছেন। অভিযোগের বিষয়ে তিনি অবগত নন। অফিসে যোগদান করে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের

ভারতের ভরসায় বসে আছেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা নিষিদ্ধ করার দাবি যখন জোরালো হচ্ছে, সেই সময় সারা দেশে প্রবল চাপের মুখে থাকা

মিরপুরে আবাসিক ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের কাজীপাড়া সোনালী ব্যাংকের পাশে একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বুধবার (২৯

শেখ হাসিনার অডিও প্রচারে সরকারের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকার পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অডিওবার্তা প্রচার নিয়ে কঠোর সতর্কবার্তা জারি করেছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং

বাংলাদেশ সীমান্তে হঠাৎ ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন এবং দুই দেশের সীমান্তে উত্তেজনার মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী

উল্লাপাড়ার শ্যামলী পাড়া থেকে বড়পাঙ্গাসী সড়ক আগাছা ও দখলে বিপর্যস্ত চলাচলে চরম ভোগান্তি

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলী পাড়া থেকে শুরু করে বড়পাঙ্গাসী পর্যন্ত বিস্তৃত গুরুত্বপূর্ণ পাকা সড়কটি বর্তমানে দখল ও অব্যবস্থাপনার কারণে চরমভাবে বিপর্যস্ত। কয়েকটি ইউনিয়নরর