অফিসে না গিয়েই ৮০ হাজার টাকা বেতন নিচ্ছেন সাবেক মন্ত্রীর ভাবি

নিজস্ব প্রতিবেদক: যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ছয় মাস মেয়াদি অনাবাসিক প্রশিক্ষণের একটি কোর্স হচ্ছে ‘মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন’। তবে মেহেরপুর জেলায় এটির কোনো কার্যক্রম নেই। ফলে নেই কোনো প্রশিক্ষণার্থীও। সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন নিজ আত্মীয়ের সুবিধার্থে কুষ্টিয়া থেকে নিজ জেলা মেহেরপুরে পোস্টিং করিয়ে ঘরে বসিয়ে চাকরির ব্যবস্থা করে দেন তিনি। এরপর থেকে ৫ বছর ধরে অফিসে না গিয়ে প্রতিমাসের বেতন ৮০ হাজার টাকা তুলে নিচ্ছেন মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র ইন্সট্রাক্টর (অফিস কাম ম্যানেজমেন্ট) মাহমুদা খাতুন।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তর সূত্র জানায়, মাহমুদা খাতুনের পোস্টিং কুষ্টিয়ায়। সিনিয়র ইন্সট্রাক্টর (অফিস কাম ম্যানেজমেন্ট) প্রশিক্ষক এটা নবম গ্রেড পদ। মেহেরপুরে এই পদ এবং বিভাগ না থাকায় দায়িত্বও নেই। মাহমুদা খাতুন সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের সম্পর্কে ভাবি। সেই সুবাদে মন্ত্রী যে কোনো উপায়ে তাকে নিজ জেলা মেহেরপুরে বদলির জোর সুপারিশসহ ডিজিকে চাপ দিলে কর্তৃপক্ষ মেহেরপুরে প্রেষণে তাকে বদলি করতে বাধ্য হন। ফলে, এই কর্মকর্তাকে অফিস যেতে হয় না। কোনো দায়িত্বও নেই। কিন্তু প্রতিমাসে সর্বসাকুল্যে সরকারি মাসিক বেতন হিসেবে পান ৮০ হাজার টাকা।’

এ বিষয়ে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ জানান, বৃহত্তর কয়েকটি জেলায় এই পদ আছে। মেহেরপুরে এই পদ ও বিভাগ নেই। তাই ইন্সট্রাক্টর (প্রশিক্ষক) হিসেবে তাকে কোনো দায়িত্বপালন করা লাগে না মাহমুদা খাতুনকে। জনপ্রশাসন মন্ত্রীর চাপে তাকে প্রেষণে এখানে পদ না থাকা সত্ত্বেও বদলি করা হয়েছে। তাই কি করবেন অফিসে এসে? মাসে দুই একদিন অফিসে আসেন ঘুরতে। প্রায় ৫ বছর এভাবেই আছেন। নবম গ্রেড কর্মকর্তা হিসেবে তার সর্বসাকুল্যে বেতন, বোনাস, উৎসবভাতা মিলিয়ে গড়ে ১ লাখ টাকা পান।

এ প্রসঙ্গে সিনিয়র ইন্সটেক্টর (অফিস কাম ম্যানেজমেন্ট) কর্মকর্তা মাহমুদা খাতুন বলেন,‘সাবেক জনপ্রশাসনমন্ত্রী মেহেরপুরের এমপি ফরহাদ হোসেন আমার পরিচিত। মন্ত্রীর সুপারিশে আমি মেহেরপুরে প্রেষণে বদলি হয়ে এসেছি। আমি যে বিষয়ের প্রশিক্ষক এখানে সেই পদ ও বিভাগ নেই। তাই কাজ নেই। ফলে নিয়মিত অফিসে যাওয়া প্রয়োজন পড়ে না। স্যার কোনো কাজে অফিসে যেতে বললে আমি যাই।’

কাজ বা অফিস না করে বেতন উত্তোলন প্রসঙ্গে তিনি বলেন,‘পদ ও বিভাগ না থাকলে কি দায়িত্বপালন করবে একজন ইন্সট্রাক্টর (প্রশিক্ষক) ? থাকা না থাকা এটা আমার বিষয় না কর্তৃপক্ষের বিষয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কবিয়াল অমেদ আলি ‍সরদার : সাকিম গঙ্গানন্দপুর – সাইদ হাফিজ

‘গইলির ধারের ঘাস গত্তি খায় না’ বাঙালির আত্মান্ধত্ব সম্পর্কিত এ-ধরণের প্রবচনের সত্যতা যাচাইয়ের জন্য বিশেষ গবেষণার প্রয়োজন পড়ে কি? চর্যাপদ থেকে শুরু করে আজ অব্দি

প্রধান শিক্ষককে বের করে দিয়ে তার চেয়ারেই বসলেন ছাত্র

অনলাইন ডেস্ক: কুমিল্লার দেবিদ্বারে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করার পর প্রশাসনের সহায়তায় ওই প্রধান শিক্ষক বিদ্যালয় ত্যাগ করেন। পরে তারই চেয়ারে বসে ওই বিদ্যালয়ের

সংকট নিরসনে যাদের সহায়তা নিতে পারে সরকার

নিজস্ব প্রতিবেদক: অবশেষে সরকার কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্টি হওয়ার জটিল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজনৈতিক পথ গ্রহণ করেছে। গত রাতে তিনজন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ

সিরাজগঞ্জের এনায়েতপুর ও শাহজাদপুরে বজ্রপাতে নিহত ৩: আহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বজ্রপাতে ১ জন নিহত ও সীমান্তবর্তী থানা এনায়েতপুরে বজ্রপাতে ২ যুবক নিহত ও অপর ২ যুবক আহত হয়েছে। এলাকাবাসী জানায়,

কর্মসূচি চূড়ান্ত করতে সমমনাদের সঙ্গে বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা

চলমান সরকার পতনের একদফা আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করতে সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষ নেতারা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানীর

বেলকুচিতে বাম গণতান্ত্রিক জোটের আলোচনা সভা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নিত্য পন্যের দাম কমাও, মানুষ বাচাও রেশনিং ব্যবস্থা চালু কর, সিন্ডিকেট ভাঙ্গ, যানমালের নিরাপত্তা নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের